১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে ফের রুশদির ‘স্যাটানিক ভার্সেস’ বিক্রিতে মুসলিম সংগঠনের আপত্তি

দীর্ঘ ৩৬ বছর পরে ভারতে ফের রুশদির দ্য স্যাটানিক ভার্সেস বিক্রিতে প্রবল আপত্তি জানিয়েছে বিভিন্ন মুসলিম সংগঠন। সম্প্রতি দিল্লিতে নীরবে বইটির বিক্রি শুরু হয়েছে। বিপণীর তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিক্রির কথা জানানো হয়েছে।
এই বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের সচিব মৌলানা ইয়াসুফ আব্বাস। তিনি বলেন, ‘ভারত সরকারের কাছে নিষেধাজ্ঞা সঠিকভাবে প্রয়োগ করার দাবি জানাচ্ছি। জামাত উলেমা হিন্দের আইনি পরামর্শদাতা মৌলানা কাব রশিদি রুশদির বইয়ের পুনরায় বিক্রি শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।’
তিনি বলেন, ‘বাকস্বাধীনতা যদি কারো ভাবাবেগে আঘাত কর তবে তার আইনত অপরাধ।’ তাই স্যাটানিক ভার্সেস বইয়ের বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন ভারত সরকারের কাছে।
১৯৮৮ সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন সালমান রুশদির লেখা এই বইটিকে ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। অভিযোগ ছিল, এই বইয়ের বিষয়বস্তু নাকি ইসলামবিরোধী। এমনকী, বহু মুসলিম সংগঠন বইটির প্রবল সমালোচনাও করেছিল। মূলত, সেই কারণেই ভারতে বইটি নিষিদ্ধ করা হয়েছিল।
গত নভেম্বরে একটি মামলার সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার স্বপক্ষে নাকি কোনও প্রমাণই পাওয়া যায়নি।সরকারের ‘নিষেধাজ্ঞা’ চ্যালেঞ্জ করে মামলা রুজু করা হয়েছিল দিল্লি হাইকোর্টে। সেই মামলার শুনানিতে জানা যায়, সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা-যার মাধ্যমে ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর আমদানি ভারতে বন্ধ করা হয়েছিল সেটি নাকি খুঁজেই পাওয়া যায়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ