
ভারতের উড়িষ্যায় একটি মিনি ট্রাক উল্টে ব্রিজ থেকে নিচে পড়ে গেলে স্থানীয় একটি দলের ৮ কাবাডি খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরো প্রায় ৯ জন খেলোয়াড়। ট্রাকটিতে তখন প্রায় ২০ জনের মতো খেলোয়াড় ছিল। গতকাল শনিবার রাজ্যের সুন্দরগর এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ছয় খেলোয়াড়ের পরিচয় পাওয়া গেছে। তবে দু’জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহত ও আহতরা সুন্দরগর এলাকার সেন্ধপুর গ্রামের একটি কাবাডি দলের সদস্য ছিলেন। একটি টুর্নামেন্টে অংশ নিতে ধুদিগাঁও গিয়েছিলেন তারা। টুর্নামেন্টে শেষে ফেরার পথেই এ দুর্ঘটনায় পড়েন তারা।
এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী নভিন পাটনায়েক এ ঘটনায় শোক প্রকাশ করে নিহত প্রত্যেক খেলোয়াড়ের পরিবারের জন্য এক লাখ রুপি করে অর্থদানের ঘোষণা দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
পোস্টটি যতজন পড়েছেন : ২২৫