ভারতে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে৷ কয়েকদিন আগেই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির এই আশঙ্কা প্রকাশ ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক৷তাঁর এই মন্তব্যে মোদী সরকার অস্বস্তিতে পড়লেও প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করার স্পর্ধা দেখাননি৷এখন আমেরিকা সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মুখেই এ ব্যাপারে প্রথম কোনও প্রতিক্রিয়া জানা গেল৷ তাঁর মতে, ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে একনায়কতন্ত্রের কোনও আশঙ্কা নেই৷ পাশাপাশি, ১৯৭৫ সালে তৎকালীন কংগ্রেস সরকার তথা ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থা দেশের ইতিহাসে এক কালো অধ্যায় বলেও মন্তব্য করেন তিনি৷ বুধবার সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জেটলি বলেন, ‘এখন সংবাদমাধ্যম অনেক বেশি শক্তিশালী৷শক্তিশালী কেন্দ্রের নীতিও৷ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রকে বিশ্ববাসী মেনে নেবে না৷’
উল্লেখ্য, জরুরি অবস্থার ৪০ বছরে আদবানি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘গণতন্ত্র-বিরোধী শক্তিগুলি ক্রমশ শক্তিসঞ্চয় করছে। দেশের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে ফের জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হতে পারে।’ ভারতীয় জনতা পার্টির ‘লৌহপুরুষে’র এই মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক৷আর বুধবার সেই বিতর্কে নরেন্দ্র মোদী সরকারের প্রতিনিধি হিসেবে প্রথম মুখ খুললেন অরুণ জেটলি৷