ভারতের হাতে প্রচুর পরমাণু অস্ত্র রয়েছে। কম করে হলেও ৭৫ থেকে ১২৫টি। তাছাড়া পরমাণু অস্ত্র বানানোর জ্বালানি তেজস্ক্রিয় প্লুটোনিয়াম মৌলও রয়েছে অনেক। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যাদের হাতে পরমাণু অস্ত্রশস্ত্র সবচেয়ে বেশি রয়েছে, ভারত তার অন্যতম। মার্কিন সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিওরিটির সাম্প্রতিক রিপোর্টে ওই তথ্য জানানো হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, গত বছরের শেষ দিকে ভারতের হাতে যতো অস্ত্র বানানোর জন্য তেজস্ক্রিয় প্লুটোনিয়াম মৌল মজুত ছিল, তার পুরোটাই ভারত পরমাণু অস্ত্র বানাতে খরচ করেনি। জমা থাকা প্লুটোনিয়াম মৌলের ৭০ শতাংশ খরচ করেছে। ফলে আগামী দিনে ভারত আরো অনেক পরমাণু অস্ত্র বানাতে পারে।
পোস্টটি যতজন পড়েছেন : ৫৭