[english_date]

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই স্টার্ক

ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দল থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তবে চার ম্যাচ সিরিজের ১৮ সদস্যের স্কোয়াডে নাম আছে এই ৩২ বছর বয়সী তারকার। দলে নাথান লায়নসহ আছে চার স্পিনার যাদের মধ্যে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা টড মারফি।

সাউথ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে আঙুলের টেন্ডনে আঘাত পেয়েছিলেন স্টার্ক। সেই চোটে ছিটকে যান সিডনি টেস্ট থেকেও। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচকরা বুধবার (১১ জানুয়ারি) নিশ্চিত করেছে যে, ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টেও খেলা হচ্ছেন না এই বাঁহাতি পেসারের। দিল্লিতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে ভাঙা আঙুল ঠিক হতে থাকায় প্রথম টেস্টের দলের সঙ্গেই নাগপুরে যাবেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।

 

ভারতের স্পিনিং উইকেটে লড়তে অস্ট্রেলিয়া স্কোয়াডে রেখেছে চার স্পিনারকে। অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসনদের নিয়ে স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন নাথান লায়ন। সেই সঙ্গে থাকছেন অভিষেকের অপেক্ষায় থাকা ভিক্টোরিয়ার অফস্পিনার টড মারফি।

 

টপ অর্ডার ব্যাটার মার্কাস হ্যারিস বাদ পড়লেও দলে টিকে গেছেন পিটার হ্যান্ডসকম্ব ও ম্যাট রেনশ। স্কোয়াডে নেই কোনো ব্যাকআপ উইকেটকিপার। অর্থাৎ, নিয়মিত উইকেটকিপার অ্যালেক্স ক্যারি কোন কারণে উইকেটকিপিং করতে ব্যর্থ হলে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াতে হবে হ্যান্ডসকম্বকে।

ভারত সফরেও দলে আছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পেসার ল্যান্স মরিস। ঘরোয়া ক্রিকেটে দারুণ বোলিংয়ের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন এই ২৪ বছর বয়সী। স্টার্কের ইনজুরি নাগপুরে সুযোগ করে দিতে পারে তাকে।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, অ্যাস্টন অ্যাগার, নাথান লায়ন, মিচেল সোয়েপসন, টড মারফি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্কট ব্যোল্যান্ড, ল্যান্স মরিস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ