[english_date]

ভারতের উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৭

ভারতের উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয় সদস্যসহ সাত জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) সকালে উত্তরপ্রদেশের বারিল্লি জেলায় এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় মারা যাওয়া একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। প্রথমে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে, এরপর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সে থাকা সাত জন ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনায় শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ