বিদেশমন্ত্রক বুধবার সাফ জানিয়ে দিল, সৌদি বিমানবাহিনীর বোমাবর্ষণে ইয়েমেনে ২০ জন ভারতীয়ের মৃত্যুর খবর মোটেও সত্য নয়। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ আজ বলেন, “২০ জন ক্রু মেম্বারদের মধ্যে ১৩ জন জীবিত রয়েছেন। সাতজনের খোঁজ এখনও মেলেনি। মিডিয়ায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা আমাদের নজরে রয়েছে।”
মঙ্গলবার পশ্চিম ইয়েমেনের লোহিত সাগরের নিকটবর্তী বন্দর শহর হুদেইদায় সৌদি বিমানবাহিনীর বোমা বর্ষণে ২০ জন ভারতীয়ের মৃত্যুর খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তোলপাড় শুরু হয় কূটনৈতিক মহলে। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, “জিবুতির ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আমাদের কাছে খবর রয়েছে, দুটি নৌকার উপর হামলা হয়েছে। নৌকাদুটিতে মোট ২০ জন ভারতীয় যাত্রী ছিলেন। এই মুহূর্তে এর থেকে বেশি খবর নেই ভারতের কাছে, জানান বিকাশ স্বরূপ।
স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার থেকে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে হাউতি জঙ্গি দমনের জন্য নতুন করে বোমাবর্ষণ শুরু করেছে সৌদি আরবের নেতৃত্বে আরবের অন্য দেশগুলি। অনুমান, সেই বোমাবর্ষণেই প্রাণ হারাতে পারেন ওই ভারতীয়রা। যদিও বিদেশমন্ত্রক এখনও এই খবরের সত্যতা স্বীকার করেনি। গত শুক্রবার হাউতি জঙ্গিদের মিসাইল হামলায় ৬০ জন সৌদি বাসিন্দার মৃত্যুর পরই পালটা হামলা শুরু করেছে সৌদি প্রশাসন।