২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতকে হুমকি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান

ভারতের সঙ্গে তাদের মৌ-চুক্তি আছে৷ভারত যদি দ্বি-পাক্ষিক সিরিজ না-খেলে তাহলে আইসিসি বা এসিসির কোনও টুর্নামেন্টেই আর ভারতের সঙ্গে খেলবে না পাক ক্রিকেট দল৷সম্প্রতি কার্যত হুমকি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান৷কিন্তু সেই হুমকিতে টলছে না ভারতীয় বোর্ড ৷উল্টে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা হুমকির সুরে বলেন যদি পাকিস্তান আইসিসি বা এসিসির কোনও প্রতিযোগিতায় ভারতীয় দলের সঙ্গে  না খেলে তাহলে তাদের শাস্তি হবে৷

কী শাস্তি ? আইপিএল চেয়ারম্যান বলেছেন, ‘ বিসিসিআই বা আসিসি-কে কী হুমকি দিচ্ছেন শহরিয়র? আইসিসির নিয়মের মধ্যে পিসিবি-কে চলতেই হবে৷ যদি পাকিস্তান আইসিসি বা এসিসির কোনও টুর্নামেন্টেই আর ভারতের সঙ্গে না খেলে তাহলে তাদের জরিমানা হবে৷’ একইসঙ্গে তিনি বলেছেন,  ‘নিজের দেশে ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারটা কী নিশ্চিত করতে পারবে পাকিস্তান ? সেই কারণেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এমনকী বাংলাদেশও ওদের দেশে যাচ্ছে না৷ এই সিরিজ সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে৷’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ