এনএসএ বৈঠক নিয়ে ভারতকে দোষারোপ করে রাষ্ট্রসঙ্ঘের কাছে বার্তা পৌঁছল পাকিস্তান। বৃহস্পতিবার ‘ডন’ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী গত সোমবারই এই বার্তা পেশ করা হয়েছে রাষ্ট্রসঙ্ঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জ্যান এলিসনের কাছে। রাষ্ট্রসঙ্ঘের পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি তাঁর বক্তব্যে জানিয়েছেন, কিভাবে শর্ত আরোপ করে বৈঠক বাতিল করে দেয় ভারত। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৈঠক বাতিল হবে যাওয়ায় আফসোস প্রকাশ করেছেন রাষ্ট্রসঙ্ঘের জেনারেল সেক্রেটারি বান কি মুন।
সূত্রের খবর, যেদিন এনএস বৈঠক বাতিল হয়ে যায় তারপরই পাকিস্তানের তরফ থেকে মালিহা লোধিকে বিষয়টি জানানোর নির্দেশ দেওয়া হয়। সেইমত একথা জানানো হয়েছে। আরও বলা হয়েছে, পাকিস্তানই তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর সরতাজ আজিজকে বৈঠকের জন্য ভারতের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, পাকিস্তানের বক্তব্য অনুযায়ী, ভারত শর্ত আরোপ করে বৈঠক বাতিল করে দেয়। পাকিস্তানের তরফ থেকে বৈঠক বাতিল করা হয়নি বলেও জানানো হয়েছে।
গত ২৩ অগাস্ট ভারত-পাক এনএসএ মিট হওয়ার কথা ছিল। ভারতের স্থির করে দেওয়া অ্যাজেন্ডা জানানোর পর সেই শর্ত মানতে রাজি হয়নি পাকিস্তান। রাষ্ট্রসঙ্ঘে এলওসি ইস্যুও তুলেছেন লোধি। পাকিস্তান দাবি করেছে গত জুন মাস থেকে ১৩০ বার সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করেছে ভারত। মৃত্যু হয়েছে ১৬ জন ও পাকিস্তানির।