১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাপা ডিম কারি

ভাপা ডিম কারি

আজ রইল আপনাদের জন্য ভাপা ডিম কারির রেসিপি
উপকরণ

  • তিনটি বড় সাইজ়ের ডিম
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • বড় টমেটো
  • স্বাদমতো লবণ
  • সরিষার তেল
  • আদা, রসুন বাটা
  • মাঝারি আকারের আলু
  • হলুদ
  • পরিমাণমতো পানি

পদ্ধতি

  • একটি পাত্রে ডিমগুলো ফাটিয়ে রাখুন। তাতে খানিকটা পিঁয়াজ, মরিচ কুঁচো, লবণ ও হলুদ যোগ করুন।
  • এবার ভালোভাবে মিশ্রণটি ফেটিয়ে একটি টিফিন বক্সে ঢাকা দিয়ে রেখে দিন।
  • একটি প্রেসার কুকারে খানিকটা পানি নিয়ে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকনা আটকে দিন।
  • এভাবে পাঁচমিনিট রেখে দিন গ্যাসে।
  • এবার টিফিন বক্সটি বের করে তার থেকে ডিমের অংশগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন।
  • এবার কড়ায়ে তেল দিন।
  • তেল গরম হয়ে গেলে তাতে আলু দিয়ে দিন।
  • আলু ভাজতে ভাজতে তার মধ্যে পেঁয়াজ কুঁচো দিয়ে দিন।
  • এবার তাতে আদা, রসুন বাটা, মরিচ যোগ করুন।
  • এবার কাটা ডিমের অংশগুলো দিয়ে দিন।
  • খানিকক্ষণ নেড়েচেড়ে টমেটো দিন।
  • এবার লবণ ও হলুদ দিয়ে দিন।
  • কিছুক্ষণ এভাবে রাখার পর নামিয়ে নিন।

হয়ে গেল ভাপা ডিম কারি ।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ । আমাদের ফেসবুক পেইজ

 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ