ভাঙন আতঙ্কে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মাসেতু প্রকল্প এলাকার সেতুর পাইলিং কাজ কিছু সময়ের জন্য বন্ধ রাখার পর পুনরায় প্রকল্পের সংশ্লিষ্ট কাজ অন্যান্য দিনের মতো অব্যাহত রয়েছে।
পদ্মাসেতু প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে স্রোতের তীব্রতার কারণে ওই এলাকায় এ ভাঙন দেখা দিয়েছে। এতে কুমারভোগ এলাকায় পদ্মা পাড়ের প্রায় ১৫০ মিটার পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন আতঙ্কে পাইলিং কিছুটা বিঘ্নিত হলেও এখন তা অন্যান্য দিনের মতো অব্যাহত রয়েছে।তিনি আরো জানান, পাড় ভেঙে যাওয়ার ঘটনার পর থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। ভাঙন এলাকা আরও বাড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, এরআগে মঙ্গলবার ওই এলাকায় বিকেল ৩টার থেকে ৫টা পর্যন্ত তিন দফায় ভাঙন দেখা দেয়। ভাঙনে কুমারভোগ এলাকায় পদ্মা পাড়ের প্রায় ১৫০ মিটার পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ ঘটনায় নতুন করে ভাঙন আতঙ্কে ওই এলাকায় পদ্মাসেতু নির্মাণাধীন পাইলিং কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।