[english_date]

ভাইজান দায়িত্ব নেবে মুন্নির পড়াশোনার

হতে পারে বয়সে ছোট হর্ষালি। কিন্তু স্বপ্ন তার অনেক বড়। আর হর্ষালি তার এই স্বপ্ন গুলি পূরণের ভার দিয়েছিল ভাইজানকে। আবদার ছিল “আপ মুঝে আপকি তারাহ সুপারস্টার বানায়েঙ্গে”? হ্যাঁ! ইচ্ছে পূরণ হয়েছে তার। হর্ষালি এখন স্টার। তবে হর্ষালির স্টার হওয়ার স্বপ্ন পূরণের সঙ্গে তাঁর পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিতে চান সলমন।

বলিপাড়ার গুঞ্জন, হর্ষালির পড়াশোনার জন্য সাল্লু ইতিমধ্যে ১ কোটি ৫ লাখ টাকা দিয়েছে তাঁর পরিবারকে। যদিও হর্ষালি মা কাজল গুজব বলে পুরো ব্যাপারটা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, “ সলমনের তরফ থেকে আমি এখনও এমন কোনও খবর পায়নি”।

‘বজরঙ্গি ভাইজান’ ছবির মুন্নি বা শাহিদার জন্য কয়েক হাজার বাচ্চার অডিশন নিয়েছিলেন পরিচালক কবীর খান। তাদের মধ্যে বেছে নেন হর্ষালিকে। এর আগে ছোট কিছু বিজ্ঞাপন ও সিরিয়ালে টুকিটাকি কাজ করেছিল সে বাজিমাত করেছে এ ছবিতে। এখানে একটি বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছে সে।

এদিকে পরিচালক কবির খান ও অভিনেতা সলমান খান ঠিক করেছেন তাঁরা ‘‘বজরঙ্গি ভাইজান”-এর লাভের একাংশ দান করবেন কৃষকদের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ