১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাইজান এবার মাটিতে

সূরজ দাসের সঙ্গে থাকছেন এখন ভাইজান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নিজের প্রাসাদ সমান ফ্ল্যাট ছেড়ে এখন সাল্লুর ঠিকানা গুয়াহাটির কাঁচা এক বাড়িতে। না শরীরে নয়! লন্ডনের মাদাম তুসোর পর এবার মাটি দিয়ে সলমনের মূর্তি গড়েছেন সলমনের এক ভক্ত। ‘বজরঙ্গি ভাইজান”-কে ট্রিবিউ জানাতে সূরজ মাটির সলমন গড়েছেন। এই ইদেরই মুক্তি পেয়ে সলমনের ‘বজরঙ্গি ভাইজান’। মুক্তি দু’দুটি ভেঙে ফেলেছেন নিজের তৈর ‘কিক’-এর রেকর্ড। রিলিজের একদিন পর এই ছবির কালেকশন ২৬ কোটি।

একটি ছোট মেয়েকে তাঁর দেশ পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার কাহিনি ‘বজরঙ্গি ভাইজান’। এই ছবিতে সমলন ছাড়াও রয়েছে করিনা কাপুর ও নাওয়াজ উদ্দিন সিদ্দিকি।

১৮ জুলাই মুম্বইয়ে ‘বজরঙ্গি ভাইজান’-এর স্পেশাল স্ক্রিনিং রেখেছিলেন সাল্লু। যেখানে মেয়ে ইরাকে নিয়ে মুভি দেখতে এসেছিলেন আমির খান। ছবিটি দেখে রীতিমতো ইমোশানাল হয়ে পড়েছিলেন নায়ক। পারফেকশনিস্টের নজরে ‘বজরঙ্গি ভাইজান’ এখন পর্যন্ত সলমনের বেস্ট পারফর্মম্যান্স। তাই এই সিনেমাটি সবাইকে দেখতে যাওয়ার অনুরোধ করলেন তিনি।

শুধু সলমন নয় ছোট হাশালির অভিনয়ে মুগ্ধ আমিরের কথায় “ছোট মেয়ের অসাধারণ। একেবারে আপনার হৃদয় ছুঁয়ে যাবে”।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ