করিনা নাকি বোরিং! কে একথা বললেন, কার এত বড় সাহস? সলমন খান ছাড়া আবার কার? সলমন স্পষ্ট জানিয়ে দিলেন যে করিনা ‘বোরিং’।
‘বজরঙ্গী ভাইজান’-এ সলমনের বিপরীতে অভিনয় করছেন করিনা। করিনাকে সলমন সম্পর্কে প্রশ্ন করা হলে কিন্তু তিনি তাঁর নায়কের প্রশংসায় পঞ্চমুখ, বললেন ‘সলমনই একমাত্র সুপারস্টার যাকে শুধু সাফল্য-ব্যর্থতার নিরিখে পরিমাপ করা যায় না, এবং এই কারণের জন্যই ও সবথেকে বড় সুপারস্টার। সলমনের একটা আকর্ষণীয় হাসি আছে, যা একইসঙ্গে কাঁদায় আবার হাসায়ও। আমার তো মনে হয় এই হাসির জন্যই ও ওর ফ্যানেদের কাছে এত কাছের মানুষ হয়ে উঠতে পেরেছে’। কিন্তু করিনার এত ভালো ভালো কথার উত্তরে সলমন কিনা তাঁকে ‘বোরিং’ বললেন! সলমনের কথায়, ‘করিনা বোরিং, কিন্তু আমি বোরিং পছন্দ করি। ও খুবই চমৎকার মেয়ে, আর আমার কাছে করিনা চিরদিন লোলোর (করিশ্মার) ছোটবোন হয়েই থাকবে, তবে এখন আমি তাকে একজন পরিণত তরুণী হিসাবে দেখি। ওর সঙ্গে কাজ করতে সত্যিই খুব ভালোলাগে। করিনা একেবারেই কমপ্লিকেটেড নয় আর নিজের কাজ সম্পর্কে খুবই আত্মবিশ্বাসী, ওর সঙ্গে কাজ করা খুবই মজার অভিজ্ঞতা। ওর সঙ্গে কাজ করার সময়ে তুমি আসলে যা সেভাবেই নিজেকে তুলে ধরতে পারো, কোনও সমস্যা নেই’।