ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপককে। শুক্রবার পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীর প্রশ্নপত্র নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেজবাহ-উল-আজম বাহিরে গিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক সরকার আলী আক্কাস জানান, ‘আমরা অভিযোগ পেয়েছি, পরীক্ষা চলাকালে মেজবাহ-উল-আজম এক ছাত্রের প্রশ্নপত্র নিয়ে বাইরে চলে যায়।’ এই বিষয়ে এরই মধ্যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান তিনি।
জবি’র ভাইস চ্যান্সেলর মিজানুর রহমান জানান, ‘শুক্রবার ‘বি; ইউনিটের পরীক্ষায় নীতি বহির্ভূত এই কাজের জন্য এরই মধ্যে আমরা সওদাগরকে বরখাস্ত করেছি।’
এদিকে, ভর্তি পরীক্ষায় অংশ নিতে নির্দিষ্ট ‘ড্রেস কোড’ প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই সম্পর্কে তারা সুনির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করেছে। পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি দূর করতে এই নিয়ম প্রদান করা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।