৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, ফল প্রকাশ ৫ নভেম্বর

আর্থনিউজ২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা শনিবারে । ঐদিন সকাল নয়টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার ফল প্রকাশ হবে ৫ নভেম্বর।

এবার বাছাইকৃত ১০ হাজার ৩৬০ জন পরীক্ষার্থীর মধ্য থেকে বিভিন্ন যোগ্যতা পূরণ সাপেক্ষে আট হাজার ৭০৬ জন যোগ্য প্রার্থী পরীক্ষায় অংশ নেবে।

বুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) শাহ আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল নয়টা থেকে ভর্তি পরী[review]ক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা এবং অন্যান্য ভবনে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবছর মোট এক হাজার ৩০ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি করা হবে। পাবর্ত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে চারজন কোটায় ভর্তির সুযোগ পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ