১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

 ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে মেটাল ডিটেকটর ও সিসি ক্যামেরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় যে কোন ধরণের অপরাধ বা জালিয়াতি শনাক্ত হলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়য়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার।

এছাড়াও মোবাইল ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ডিজিটাল জালিয়াতিসহ সকল ধরণের অপরাধ শনাক্ত করতে এবছর ব্যবহার করা হচ্ছে মেটাল ডিটেকটর ও সিসি ক্যামেরা। প্রশ্নফাসঁ চক্রের সাথে প্রতিবছর যারা জড়িত ছিলো এবছর তাদের প্রতি গোয়েন্দাদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে বলে জানান ইবি ভিসি।

বুধবার দুপুর দেড়টার দিকে ভিসির কার্যালয়ে এক মতবিনিময় কালে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে ভিসির মতবিনিময় কালে ভর্তি পরীক্ষা কেন্দ্রীক বিভিন্ন  প্রশ্নের জবাবে ভিসি আরো জানান-“এবছরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা সচ্ছ ও দুর্নীতি মুক্ত হবে। কোন ধরণের অপরাধ বা অপরাধী শনাক্ত হলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা চলাকালে কোন শিক্ষার্থীর কাছে মোবাইল বা কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস ধরা পরলে বা মোবাইলের মাধ্যমে এসএমএসসহ ধরা পড়লে তাকে সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতে সমর্পণ করা হবে।

এছাড়াও প্রশ্নফাঁস চক্রের সাথে প্রতিবছর যারা জড়িত ছিলো এবছর তাদের প্রতি গোয়েন্দাদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালে কোন বহিরাগত প্রবেশ করতে পারবেনা। সেই সাথে পরীক্ষার হলে কোন কর্মকর্তা, কর্মচারী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেনা।

এসকল অপরাধ ঠেকাতে প্রত্যেকটি পরীক্ষা হলের প্রবেশদ্বারে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও শিক্ষার্থীদের ইলেক্ট্রনিক্স ডিভাইস ধরতে ব্যবহার করা হচ্ছে মেটাল ডিটেকটর। এছাড়াও পরীক্ষা হলের আশে পাশে সার্বক্ষণিক থাকছে আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যর বিশেষ টহল। কারো বিরুদ্ধে কোন ধরনের অপরাধ শনাক্ত হলেই সে শিক্ষক হোক, কর্মকর্তা-কর্মচারী হোক সাথে সাথেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ইবি সাংবাদিক সমিতির সভাপতি ইমামূল হাসান আদনান, দপ্তর সম্পাদক মোস্তফা যুবাইর আলম, অর্থ সম্পাদক শাহজাহান নবীন, কার্যকরী পরিষদের সদস্য রাশেদুন নবী রানা, ইবি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক ইকবাল হোসাইন রুদ্রসহ জাতীয় ও আঞ্চলিক এবং অনলাইন পত্রিকার সাংবাদিক বৃন্দ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ