৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভর্তিশঙ্কা কাটেনি শিক্ষার্থীসহ অভিভাবকদের

রাজধানীসহ দেশের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে শঙ্কা কাটেনি শিক্ষার্থীসহ অভিভাবকদের। বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষ পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে নতুন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু করায় শিক্ষার্থীরা কয়েক দফা ভোগান্তিতে পড়বে। ভর্তি সংক্রান্ত ভোগান্তির জন্য শিক্ষার্থীদের অসতর্কতাকেই দায়ী করলেন শিক্ষা সচিব।  তবে তৃতীয় দফা ভর্তি শেষে সব সমস্যার সমাধান হবে বলে আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের।
স্বপ্ন ছিল স্বপ্নের কলেজে ভর্তি হবার। একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তি যুদ্ধের ফলাফল, মেয়ে হয়েও শান্তাকে দিয়েছে কেবল ছেলে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়বার সুযোগ।  শান্তার মতো এমন অনেক শিক্ষার্থী ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে ঘুরছে বিভিন্ন কলেজ আর শিক্ষাবোর্ডের আঙ্গিনায়। কাঙ্ক্ষিত কলেজে পড়বার প্রতীক্ষা এসএসসি পরীক্ষার ফলাফলের অপেক্ষার থেকেও তাদের বেশি ভাবিয়ে তুলেছে বলে অভিমত শিক্ষার্থীদের।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীরা কয়েক দফা ভোগান্তিতে পড়বে। শিক্ষাবিদ মুনির হাসান বলেন, দ্বিতীয় দফায় যাদের সমাধান হবে না। আমি জানি না এরপর তাদের কী হবে। তৃতীয় দফা আবার যদি আবেদন করতে হয় তাহলে একটা সমস্যার মধ্যে পড়তে হবে। অর্থাৎ ধীরে ধীরে ভোগান্তিটা বেড়ে যাচ্ছে।  ভর্তি বাণিজ্য, নানা ধরনের দুর্নীতিসহ জটিল সমস্যার সমাধান হয়েছে দাবি করে শিক্ষা সচিব বলেন, নিজেদের সীমিত দুর্বলতার পাশাপাশি ভর্তি ফরম পূরণে শিক্ষার্থীদের অসতর্কতায় এমন বিশৃঙ্খলার জন্য দায়ী।

শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘কিছু শিক্ষার্থীরা দেখা গেছে ছেলেদের কলেজ পছন্দ না করে মেয়েদের কলেজ পছন্দ করেছে। হয়তো এটা ভুল করে কিংবা তাড়াহুড়া করে করেছে। কাছাকাছি নাম সেগুলোকে টিক দিয়েছে। সেটা বগুড়ার প্রতিষ্ঠান, নাকি যশোরের প্রতিষ্ঠান কিংবা ঢাকা। সেটা খেয়াল করেনি। তারা ঢাকা পর্যন্ত এসে অনেক কষ্ট করেছেন এটা প্রয়োজন ছিল না। একটা মেইল করলেই হয়ে যেতো। সেখানে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি।’  তৃতীয় দফা ভর্তি ফলাফল ঘোষণার পর সব সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস শিক্ষা বিভাগের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ