[english_date]

ভরা মৌসুমেও দেখা মিলছে না রূপালি ইলিশ

ক’দিন বাদেই ঈদ। কিন্তু চাঁদপুরে ইলিশ ধরে যেসব জেলেরা জীবিকা নির্বাহ করেন, ভরা মৌসুমেও তারা মাছের দেখা পাচ্ছেন না। এতে ঈদের আনন্দ ফিকে হয়ে আসছে তাদের। তবে মৎস্য বিজ্ঞানীরা বলছেন, বৃষ্টির পরিমাণ বাড়লেই নদীতে ইলিশ আসতে শুরু করবে। নদীতে মাছ না থাকায় আসন্ন ঈদ নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন চাঁদপুরের জেলেরা। জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল এই দুই মাস নদীতে মাছ ধরা বন্ধ ছিল। তারপর পার হয়েছে আরও দু’মাস। অন্য বছর এ সময় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও এবার চিত্র উল্টো।

দিনভর জাল-নৌকা নিয়ে নদীতে ঘুরেও মাছের দেখা মিলছে না। তাই এখন নদীর তীরে জাল বুনে অলস সময় পার করছেন পদ্মা-মেঘনা পাড়ের হাজারো জেলে। অন্যদিকে, ইলিশের আড়তগুলোতে পাইকারদেরও ব্যবসা বেশ মন্দা যাচ্ছে। আমদানি না থাকায় বাইরে ইলিশ সরবরাহ করতে পারছেন না তারা।

এবার বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায়, ইলিশ সাগর থেকে নদীতে আসছে না বলে জানালেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ হোসেন খান। তিনি বলেন, ‘নদীতে পানির গভীরতা না থাকা, স্রোত না থাকা এবং বৃষ্টিপাত না হওয়ায় মাছগুলো সাগর থেকে নদীতে আসছে না।’ বৃষ্টি হলে মাছগুলো সহজেই সাগর থেকে নদীতে উঠে আসবে বলে আশা করেন তিনি। সরকারি হিসেব অনুযায়ী, চাঁদপুরে পদ্মা-মেঘনার ৬০ কিলোমিটার নদীপাড়ে মোট ৩৫ হাজার জেলে পরিবার বাস করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ