১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘বড় অঙ্কের রাজস্ব আদায়ে প্রস্তুত এনবিআর’

বাজেট বাস্তবায়নে বড় অঙ্কের রাজস্ব আদায়ে এনবিআর প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর- এর জনবল বাড়ানো হয়েছে এবং তাদের প্রশিক্ষণও দেয়া হয়েছে।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘অতীতে এমনও হয়েছে যে একবছরে ২০ শতাংশ পর্যন্ত আমরা রাজস্ব আয় বাড়িয়েছি। গত কয়েক বছরে তা কমে এসেছিলো। আবারও সময় এসেছে রাজস্ব বোর্ডকে চাঙা করার। ইতোমধ্যে সেখানে লোকবল বাড়ানো হয়েছে।’

এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রবৃদ্ধি ৭ শতাংশ করতে হলে অতিরিক্ত উদ্যোগের প্রয়োজন আছে। আমি মনে করি, এনবিআর তাদের দায়িত্ব পালনে প্রস্তুত। ৬ বছর আগে করদাতা ছিলো ৭ লাখ, এখন তা বেড়ে ১১ লাখ হয়েছে।

অপ্রদর্শিত আয় জরিমানা দিয়ে বিনিয়োগের সুযোগ এবারেও থাকবে বলে জানান অর্থমন্ত্রী।

বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই এবং রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলে মন্তব্য করেছে সিপিডি। এ কথার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘বাস্তবায়নের সুনির্দিষ্ট কথা বলতে তারা কী বোঝায়, আমি বলতে পারি না। আমাদের যদি অগ্রগতির দিকে যেতে হয়, তাহলে আমাদের অতিরিক্ত উদ্যোগের প্রয়োজন আছে। নতুন করদাতা বাড়াতে বড় ধরনের ধাক্কা দেওয়ার এখনই  সময়।’  
 
সংবাদ সম্মেলনে উপস্থিত শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেন, ‘রাজস্ব যেসব আদায় হবে, সেটা আমরা মনে করি না। আর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে পিছিয়ে যাওয়ার কারণ রয়েছে। দেশের পরিবেশ ও রাজনৈতিক কারণে এটা হয়।’
 
আমু বলেন ‘অর্থমন্ত্রী সেসব প্রকল্প দিচ্ছেন, তা বাস্তবসম্মত বলেই দিচ্ছেন। রাতারাতি তো উন্নতি দেখানো যাবে না।’ 

অর্থমন্ত্রী জানান, ‘বাজেটে চিনি আমদানির ওপর কোনো শুল্ক আরোপ করা হয়নি। বাজেট বইয়ে ভুল ছাপা হয়েছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ