ব্লগার হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ব্লগার হত্যায় পাঁচটি মামলার তিনটির চার্জশিট জমা হয়ে গেছে। এগুলোর বিচার কাজ শুরু হয়েছে। বাকি দু’টির চার্জশিট জমা দেওয়া বাকি আছে।
তিনি বলেন, জড়িতদের চিহ্নিত করে ফেলেছি। দেশি ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে একাত্তরের পরাজিত শক্তি, পঁচাত্তরের বঙ্গবন্ধুর খুনিরা, ২১ আগস্টের গ্রেনেড হামলার চক্রান্তকারীরা ঘুরে ফিরে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। দেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়। আমরা সেসব মানুষদের আশার ওপর ভর করে এগিয়ে যেতে চাই।
কামাল আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে। তারা এ ঘটনাগুলো ঘটানোর পর আইএস, আনসারুল্লাহ নাম দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করতে চাইছে। সব কিছুই তারা করছে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বানচাল করতে।