[english_date]

ব্রিটেনে রোজার সময় কমিয়ে আনার প্রস্তাব

গরমের কথা মাথায় রেখে ব্রিটেনে রোজা রাখার সময় কিছুটা কমিয়ে আনার কথা ভাবা হচ্ছে। সেদেশের শীর্ষস্থানীয় একটি মুসলিম ফাউন্ডেশন এবছর ব্রিটেন সরকারের কাছে এই সুপারিশ করেছে। গ্রীষ্মকালে লম্বা দিন হওয়ার কারণে ব্রিটিশ মুসলিমদের জন্য এই আহবান জানিয়েছে ফাউন্ডেশনটি। জানা গিয়েছে ফাউন্ডেশনটির নাম কুইলিয়াম ফাউন্ডেশন। সংস্থার অন্যতম কর্ণধার ড. ওসামা হাসান বলেছেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার অর্থ হচ্ছে কোন ধরনের খাবার বা জল ছাড়াই প্রায় ১৯ ঘণ্টা কাটানো। ব্রিটেনে এই গরমের কথা মাথায় রেখে রোজা রাখার সময়সীমা পরিবর্তন করা প্রয়োজন। মধ্যপ্রাচ্য বা বিশ্বের যেকোনো মুসলিম দেশে রোজা রাখার সময় পরিবর্তন করা যাবে। ড. হাসান বলছেন, অনেকের জন্যেই এতো দীর্ঘ সময় ধরে কিছু না খেয়ে থাকা সমস্যার সৃষ্টি করতে পারে। এর জন্য কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে পড়ছেন।

তবে সে দেশের সাধারণ মুসলিম মানুষ বিরোধিতা করতে পারেন ভেবে ওই ব্যক্তি যুক্তি দিয়েছেন, “ইসলামে ভারসাম্য ও নমনীয়তার কথা বলা হয়েছে। গ্রীষ্মকালের মাঝামাঝি দিন খুব বেশি লম্বা হয়। কারণ ব্রিটেন উত্তর মেরুর কাছাকাছির দেশ।” তবে এই নতুন প্রস্তাব আদেও গৃহীত হবে কীনা সে সম্পর্কে সন্দেহ রয়েই যাচ্ছে, কারণ রোজার সময়সীমা নিয়ে মুসলমানদের মধ্যে কয়েকশো বছর ধরে বিতর্ক চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ