কনজারভেটিভ সরকারের অর্থনৈতিক সেবা বাতিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের মা ম্যারি ক্যামরুন। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষভাবে প্রয়োজন রয়েছে এমন কিছু সেবা বাতিল থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরুনের মা।
অক্সফোর্ডশায়ার কাউন্টি কাউন্সিলে ৪৪ জন শিশুর সেবা বন্ধের পরিকল্পনা করছে সরকার। এসব শিশুদের সেবা বন্ধ না করতে পুত্র প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরুনের প্রতি আহ্বান জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন মা ম্যারি ক্যামরন। ৩৮ ডিগ্রিস পিটিশন নামে একটি ক্যাম্পেইন গ্রুপ এ স্বাক্ষর সংগ্রহ করছে। প্রধানমন্ত্রীর মা ৮১ বছর বয়সী ম্যারি ক্যামরুন একজন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।
শিশুদের সেবাসহ সাধারণ মানুষের বিশেষ প্রয়োজনীয় সেবাগুলো বাতিল না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে পিটিশনে স্বাক্ষর করেছেন বলে জানিয়ে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি তিনি। অক্সফোর্ডশায়ার কাউন্টির এই শিশু সেবা বন্ধ করে সরকার প্রায় ৮ মিলিয়ন পাউন্ড সঞ্চয়ের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ক্যাম্পেইনাররা। ইতোমধ্যে ওই কাউন্সিলের প্রায় ৪০ শতাংশ বাজেট কাট করা হয়েছে।