ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামীলীগের দুই নেতার বিরোধের জের ধরে অনিদিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সন্ধ্যায় এই আদেশ জারি করা হয়।
জানাযায়, স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারী খাস জায়গা দখল নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ ঘটনা মীমংসার জন্য গতকাল শনিবার সালিশ সভার আয়োজন করা হয়। এতে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এতে আইনশৃংখলার অবনতির আশংঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জাযগায় ১৪৪ ধারা জারী করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম
পোস্টটি যতজন পড়েছেন : ৮৩