১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ স্থগিতের কারণ

ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচটি বৃষ্টির কারণে আজকের নির্ধারিত ম্যাচটি স্থগিত করা হয়েছে। পানিতে ডুবে থাকা মাঠ খেলার অনুপযুক্ত বলে একদিন পিছিয়ে ম্যাচটি হবে শনিবার। আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় শনিবার সকাল ছয়টায়) হবে ম্যাচটি।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল ছয়টায় বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হয়েছে আর্জেন্টিনার রাজধানীতে। বৃষ্টিতেও ফুটবল হয়। কিন্তু মনুমেন্টাল মাঠের অবস্থা খেলার জন্য ন্যূনতম উপযুক্ত ছিল না।

ঝুঁকি বিবেচনা করে দুই দলই ম্যাচটি এক দিন পেছানোর ব্যাপারে সম্মত হয়ে আবেদন করে। মাঠ পরিদর্শনের পর ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে তা স্থগিত ঘোষণা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ