১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাটিংয়ে নেমে প্রথমেই হোঁচট খায় বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথমেই হোঁচট খায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফিরে যান লিটন দাস। তিনি শূন্য রানে আউট হন। এপরপর তামিম ও মাহমুদুল্লাহ কিছুটা সামলে উঠলেও ৮.৩ ওভারে মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। পানিয়াঙ্গারার দুর্দান্ত একটি ইনসুইংয়ে বোলন্ড হন তিনি।

 

ব্যাটিং করছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম ২০ ও মুশফিক ১৫ রান নিয়ে মাঠে আছেন। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৬ রান।

 

এর আগে শনিবার দুপুরে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

 

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়।

 

সর্বশেষ সফরে জিম্বাবুয়ে ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছিল স্বাগতিক বাংলাদেশের কাছে। তাই এবারের সিরিজে ভিন্ন একটি দলকে তারা স্বাগতিকদের সামনে উপস্থাপন করবেন বলে মন্তব্য করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুমবুরা।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ