চট্টগ্রামে ঈদের দীর্ঘ বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা। বিশেষ করে ব্যাংকের নিরাপত্তা নিয়ে তাদের চিন্তা বেশি। এ অবস্থায় ঈদের ছুটিতে ডাকাতি কিংবা টাকা লুটের মতো অপরাধ প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে ব্যাংগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঈদের দীর্ঘ ছুটিতে শহর অনেকটা ফাঁকা হয়ে যায়। আর এ সুযোগে আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক ডাকাতির আশঙ্কা দেখা দেয়। সাম্প্রতিক সময়ে কয়েকটি ব্যাংকে ডাকাতির চেষ্টা এবং একটি ব্যাংকের অভ্যন্তরে নৈশ প্রহরীকে হত্যার ঘটনায় কিছুটা আতঙ্কিত ব্যাংক কর্তৃপক্ষ। অতীতের এমন নানা অভিজ্ঞতায় নগরীর সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর শাখা নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম অঞ্চলের বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
এদিকে, শাখার ভোল্টগুলোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ঈদের ছুটিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যায়ক্রমে অফিস পরিদর্শনের দায়িত্ব দিয়েছে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো। অন্যদিকে, এ সময় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এমন এলাকায় পুলিশের বিশেষ টহল ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল। বন্দর নগরী চট্টগ্রামে সরকারি-বেসরকারি ৫৭টি ব্যাংকের সাড়ে ৫’শতাধিক শাখা রয়েছে। যেখানে প্রতিদিন গড়ে ২ থেকে আড়াই হাজার কোটি টাকার লেনদেন হয়।