ব্যাংককে বিস্ফোরণের সঙ্গে জড়িত এক সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করল পুলিশ৷ মঙ্গলবারই সিটিভি ফুটেজ দেখে ব্যাকপ্যাক সহ হলুদ টি শার্ট পরা ওই যুবককে সনাক্ত করা হয়েছিল৷ তবে একজন নয়, একাধিক ব্যক্তি এই হামলা চালিয়েছে বলে সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন সেখানকার পুলিশ কর্তা৷ এই হামলার পিছনে বড়সড় নেটওয়ার্ক কাজ করেছে বলেও তাঁর মন্তব্য৷ ওই সন্দেহভাজন ব্যক্তি তাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের সরকার বিরোধী গোষ্ঠীর সদস্য বলেও অনুমান গোয়েন্দাদের৷
সোমবারই তাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাণিজ্যিক এলাকায় একটি হিন্দু মন্দিরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়৷ তবে, বুধবার সাধারণের জন্য ওই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে৷
পোস্টটি যতজন পড়েছেন : 307