[english_date]

ব্যর্থতার অভিযোগে বরখাস্ত সেনাপ্রধান

সন্ত্রাসবাদী গোষ্ঠী বোকো হারাম নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে নাইজেরিয়ার সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট মহাম্মাদু বুহাইরি।

নাইজেরিয়া সরকারের মুখপাত্র ফেমি আদেসিনার তরফে একথা জানানো হয়েছে৷সংবাদ পত্রের তরফে জানানো হয়েছে,  সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানসহ সব সার্ভিস প্রধানকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সংবাদ পত্রের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে এসব পদে নতুন করে নিয়োগ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে৷

নাইজেরিয়ার নির্বাচনে জয়ী হওয়ার পর বুহাইরি বোকো হারাম সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সামরিক বাহিনীর প্রধানদের সমালোচনা করে আসছিলেন। সে কারণে তিনি যেকোনও সময় সামরিক বাহিনীর প্রধানদের বরখাস্ত করবেন বলে মনে করা হচ্ছিল৷

প্রসঙ্গত, ২৯ মে জেনারেল বুহাইরি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপর থেকে বোকো হারাম নাইজেরিয়ায় হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। তবে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বুহাইরি বোকো হারাম-বিরোধী অভিযানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ