জুনায়েদ হত্যার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর মিরপুরে হোটেল ব্যবসায়ী জুনায়েদ হত্যার ঘটনায় সোমবার রাতে মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মৃদু্ল ওরফে বাবু (৩৪), মিঠু (২৭) ও জুয়েল (২৮)। তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
র্যাব-৪ এর এএসপি মাহফুজা আক্তার জানান, গত ৩ ফেব্রুয়ারি মিরপুরের বিশিল এলাকায় আবাসিক হোটেল ব্যবসায়ী জুনায়েদকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হত্যা করে ফেলে রেখে যায়। পরে বিষয়টি তদন্ত করে দেখা যায় টাকার দাবিতে পরিকল্পিতভাবে এই ঘটনার মূল নির্দেশদাতা শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বর্তমানে বিদেশে আত্মগোপন করে আছেন। তার নির্দেশেই জুনায়েদকে হত্যা করা হয়।