
ব্যক্তিস্বার্থ , লোভ-হিংসা-বিদ্বেষ পরিহার করে সমাজ ও দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে- বুধবার রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ওয়াজেদ মিয়া ও সাধনা সংসদ এবং আত্মকর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, আধুনিক ও শিক্ষিত জাতি গড়ার কারিগর হিসেবে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ছিলেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত একজন মানুষ।
গবেষণালব্ধ শিক্ষা মানুষকে জ্ঞানী করে, বিবেকবান করে বলে মন্তব্য করেন শামসুর রহমান শরীফ। তিনি বলেন, আমাদের সবারই উচিত দেশকে এগিয়ে নিতে নিজ নিজ স্থান থেকে একযোগে কাজ করা।মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার অবদান সবচাইতে উল্লেখযোগ্য। বিজ্ঞানী ওয়াজেদ মিয়া রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প পরিদর্শনে এসেছিলেন।
তিনি বলেন, ভালো কাজ করতে গেলে বাধাবিপত্তি আসবেই। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, সুন্দরবনে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনেও অনেক বাধা এসেছিল। মন্ত্রী ’৭১ এর মুক্তিযুদ্ধের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট দেলওয়ার হোসেন ভূইয়া, প্রবীণ রাজনীতিবিদ মোজাফফর হোসেন পল্টু, অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপক ড. এস এম নজরুল ইসলাম এবং প্রকৌশলী সাহিদ রেজা (শান্ত) অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সাধনা সংসদ পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. ওয়াজেদ মিয়ার গড়ে তোলা সংগঠন।