৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বোল্ট এই নিয়ে ৯ বার বিশ্বচ্যাম্পিয়ন

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে জাস্টিন গাটলিনকে হারিয়ে সোনা জিতে নিলেন জামাইকান তারকাউইসেন বোল্ট। বেজিংয়ে অনুষ্ঠিত আইএএএফ (AIFF) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১০০ মিটারের জন্য  বোল্ট সময় নিলেন মাত্র ৯.৭৯ সেকেন্ড। সেমিফাইনালে ১০০ মিটারের গতিপথ পার করতে বোল্ট সময় নিয়েছিলেন মাত্র ৯.৯৬ সেকেন্ড।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মূলত উইসেন বোল্টের লড়াই ছিল মার্কিন তারকা রানার জাস্টিন গাটলিনের সঙ্গেই। ২০১৫ বেজিংয়ে জিতে বোল্ট ৯ বার বিশ্বখেতাবের মালিক হলেন। অবশ্য এটা তাঁর সেরা পার্ফরম্যান্স নয়। এর আগে আরও দ্রুত গতিতে ১০০ মিটারের দৌড় শেষ করার নজির গড়েছেন বোল্ট। ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে বিশ্বরেকর্ড করেছেন এই জামাইকান তারকা রানার।  

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ