[english_date]

বোকো হারামের হামলায় নিহত ৮১

নাইজেরিয়ার বর্নো প্রদেশে ধারাবাহিক ফিদায়েঁ বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৮১ জনের৷ জখম হয়েছেন প্রায় ১৫০ জন৷ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে এই প্রদেশেই জন্ম জঙ্গি গোষ্ঠী বোকো হারামের৷ ২৯ মে নাইজেরিয়ায় প্রেসিডেন্ট পদে মুহাম্মাদু বুহারি দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছে৷

রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ প্রদেশটির প্রধান শহর মাইদুগুরিতে তিনটি বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৫৪ জনের মৃত্যু হয়৷ জখমের সংখ্যা ৯০৷ এর প্রায় দুই ঘণ্টা পর এখান থেকে ১৩৫ কিলোমিটার দূরে মোঙ্গুনোতে একটি বাজারে ঢোকার মুখে তল্লাশি চৌকিতে আরও দুটি বিস্ফোরণ ঘটানো হয়। মৃত্যু হয় আরও ২৭ জনের৷ জখম হন ৬২ জন৷ এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি৷ তবে সন্দেহের তীর বোকো হারামের দিকে৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ