আগামী এক বছরের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ক্যাম্পাসে না গেলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একইসঙ্গে ভর্তি কার্যক্রমও বন্ধ করে দেয়ার কথা জানান তিনি।
বৃহস্পতিবার সকালে উত্তরায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।
এসময় নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশিদিন চলতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন- তাদের জন্য আমরা এক বছর সময় বেধে দিয়েছি। নির্ধারিত সময়ে তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে, এক বছর সময় অতিক্রান্ত হলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে অন্য আইনি ব্যবস্থা নেয়া হবে।’
























