অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্টিভেন স্মিথ বেশ ভালভাবে দায়িত্ব পালন করবেন। এমনটাই বিশ্বাস অজিদের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের। পাশাপাশি তিনি স্মিথের নেতৃত্বগুণ সম্পর্কে ধারণা পেতে তাকে সময় দিতে হবে বলেও জানান। এছাড়া, সঠিক সময়েই স্মিথকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে বলেও মনে করেন ক্লার্ক। দলের অভিজ্ঞ খেলোয়াড়দের অবসরের পর একঝাঁক নতুন ক্রিকেটারের সমন্বয়ে এখন বেশ তারুণ্যদীপ্ত একটি দল অস্ট্রেলিয়া।
তাই অক্টোবরে বাংলাদেশ সফরে উজ্জীবিত টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করার চ্যালেঞ্জ তাদের। আর ক্লার্কের বিশ্বাস, যেখানে সামনে থেকেই নেতৃত্ব দেবেন স্মিথ। ক্লার্কের দাবি, ক’দিন আগে অ্যাশেজে ডাবল সেঞ্চুরি করা স্মিথ এখন ক্যারিয়ারের সেরা ফর্মেই আছেন।
পোস্টটি যতজন পড়েছেন : 134
























