বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী আনুশকা শর্মা। গত বছরের শেষ দিকে সুপারস্টার অভিনেতা সালমান খানের সঙ্গে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন । আবার অই রকমই একটা চমকপ্রদ খবর নিয়ে আসছে আনুশকা শর্মা। গত বছরের মাঝামাঝি থেকেই শোনা যাচ্ছিল নতুন ছবি ‘সুলতান’ নিয়ে আসছেন সুপারস্টার অভিনেতা সালমান খান। গত ডিসেম্বরে শুটিংও হয়েছে একপ্রস্ত। অথচ সিনেমার শুটিং শুরু হয়ে গেলেও তখন পর্যন্ত সুলতানের নায়িকা কে হতে চলেছেন তা জানা ছিল না স্বয়ং নির্মাতারও। কিন্তু গেল মাসে হঠাৎ করেই সুলতানের নায়িকা হয়ে আসলেন আনুশকা শর্মা! আর এরইমধ্যে ‘সুলতান’-এ সালমানের সঙ্গী হতে শারীরিক কসরতও সেড়ে নিয়েছেন তিনি। আর এই ছবিতে প্রথমবার কোনো আইটেম গানেও পারফর্ম করছেন আনুশকা!
জনপ্রিয় র্যাপার বাদশার সুর সঙ্গীতে একটি পার্টি অ্যানথেমে পারফর্ম করবেন সালামান খান ও আনুশকা শর্মা। নতুন গানটির শিরোনাম ‘বেবিকো বস্ পছন্দ হ্যায়’। এই গানেই তাকে দেখা যাবে সম্পূর্ণ নতুন লুকে। এর আগে আনুশকা শর্মাকে কোনো আইটেম গানে দেখা না গেলেও সবাইকে চমক দেখাতেই ‘সুলতান’-এ অন্তর্ভূক্ত করা হয়েছে তাকে। এরইমধ্যে আইটেম গানে পারফর্ম করতে নাকি রিহার্সেলও শুরু হয়েছে। বিশাল আয়োজনের মধ্য দিয়ে নির্মাতা এই আইটেম গানটি শুট করতে চান বলেও জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। কারণ এই আইটেম সংকে ছবির অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে ভাবছেন নির্মাতা আলি আব্বাস।