[english_date]

বেনাপোল সীমান্তে ২৭ বাংলাদেশী নারী পুরুষ আটক করেছে বিজিবি

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল’র পুটখালি সীমান্ত থেকে ২৭ বাংলাদেশি নারী-শিশু ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতরাত ১১ টায় তাদের আটক করা হয়। শনিবার  দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানায়।

২৩ বিজিবি ব্যাটালিয়ন পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, পুটখালি সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক নারী শিশু পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালীর চরের মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় ১১ জন নারী, ১৪ জন পুরুষকে আটক করা হয়। অভিযান চালালে পাচারকারীরা তাদের ফেলে পালিয়ে যায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থনে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক সুজিত কুমার জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ