
বেনাপোল স্থলবন্দরের আমদানি ট্রাক টার্মিনাল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম রোথাস রথি (৪০)বলে জানায় পোর্ট থানা পুলিশ । রবিবার দিবাগত রাতে দিকে বন্দরের অভ্যন্তরে ভারতীয় ট্রাক টার্মিনালের মধ্যে থাকা আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় একটি ট্রাক থেকে লাশটি উদ্ধার করা হয়।বেনাপোল বন্দরের অভ্যন্তরে ভারতীয় টার্মিনালের দায়িত্বে থাকা আনসার এর প্লাটুুন কমান্ডার অসিত কুমার বিশ্বাস বলেন, ‘শুক্রবার ট্রাকের নিচে ওই চালককে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তার সদস্যরা ভ্যান ডেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তাকে ভ্যানে উঠতে বলে। কিন্তু তিনি ভ্যানে না উঠে ইশারা করে জানান তিনি যাবেন না। তিনি বাংলা ভাষা বোঝেন না। আমরা ও তার হরিয়ানা ভাষা না বুঝায় তিনি কী বলতে চাইছে কিছু বলতে পারব না।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, বেনাপোল স্থলবন্দরের পরিচালকের মাধ্যমে খবর পেয়ে বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালের মধ্যে আমদানি পণ্য নিয়ে আসা একটি ভারতীয় ট্রাকের (এইচ আর-৬৩ এ-৮০০৩ নম্বর) চালকের কেবিন থেকে চালকের লাশটি উদ্ধার করা হয়। পুলিশ এই বিষয়ে তদন্ত চালাচ্ছে বলে জানা যায়।