বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহীন ওয়াদুদকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। শুক্রবার বিকেলে রংপুর কোতোয়ালী থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
ড.তুহীন ওয়াদুদ বলেন, বুধবার বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের চাকরি স্থায়ী করণের বিষয়ে নীল দলের পক্ষ থেকে আমরা উপাচার্যের সঙ্গে আলোচনা করেছি। পরদিন বৃহস্পতিবার বিকেলে আমার ফোনে হুমকি দিয়ে বলা হয় “আপনি যদি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের চাকরি স্থায়ী করণে বিরোধিতা করেন তাহলে আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হবে”। এরপর থেকে নাম্বারটি বন্ধ আছে।
তিনি আরো বলেন, এমন হুমকির পর আমি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করেছি।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, আমি বিষয়টি নিজেই খতিয়ে দেখছি। অপেক্ষা করেন।