‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরেই গণতান্ত্রিক আন্দোলনের লক্ষ্যে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলবেন’ বলে জানিয়েছেন দলটি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল আয়োজিত খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ‘শুধু বিএনপি নেতা-কর্মীরাই নয়, দেশের ১৬ কোটি মানুষ আজ সরকারের নির্যাতনের শিকার। দেশে আজ কঠিন সময় অতিক্রম করছে।’
তিনি বলেন, ‘সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্যাতিত মানুষকে মুক্ত করতে বেগম খালেদা জিয়া দেশে ফিরে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলবেন।’
দোয়া মাহফিলে অংশ নেন—বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আব্দুল হাই, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান প্রমুখ।