৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বৈধ’

দুদকের দায়ের করা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার আবেদন খারিজ করে বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এতে করে নিম্ন আদালতে এ মামলা চলতে আর কোন বাধা নেই।

বৃহস্পতিবার সকালে বিচারপতি নুরুজ্জামান ননী ও বিচারপতি আবদুর রবের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত মঙ্গলবার হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চের কার্যতালিকার মাধ্যমে রায়ের এ দিন ধার্য করা হয়। এর আগে শুনানি শেষে গত ৩০ আগস্ট যে কোন দিন রায় ঘোষণা করা হবে বলে আদেশ দেন আদালত। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বেগম জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক এ মামলাটি দায়ের করেন। পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বেগম জিয়া।

দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানির ১৫ অক্টোবর

এদিকে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানির জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতেই বকশি বাজারের অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়। আদালতের কার্যক্রমের শুরুতেই হাইকোর্ট প্রাঙ্গণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলের জানাজার কারণ দেখিয়ে আজকের মত দুই মামলার শুনানির মুলতবির আবেদন জানান বেগম জিয়ার আইনজীবীরা।

পরে আদালত আজকের মত সাক্ষ্যগ্রহণ মুলতবি ১৫ অক্টোবর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন। মওদুদের ছেলের মৃত্যুতে আদালতের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ