৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃহত্তম স্থলবন্দর হিলি ৮ দিন বন্ধ থাকবে

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি  ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৮ দিন বন্ধ থাকবে। এ সময় পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার চালু থাকবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, আগামী ২৬ অক্টোবর থেকে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হওয়ার কথা রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাসেম আজাদ জানান, দুর্গাপূজা উপলক্ষে আজ ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি। পরে বিষয়টি হিলি স্থলবন্দরের সব আমদানি-রপ্তানিকারক, হিলি শুল্কস্টেশন, পানামা হিলি পোর্টসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ