৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বৃষ্টি কমে বাড়ছে গরম

বৃষ্টি কমে বাড়ছে গরম। আগামী কয়েকদিনও এরকমই গরম চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বর্ষার সময় গরম বাড়তে থাকলে এক ধরনের বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে যায়। মাত্র দু’দিন আগেই কলকাতায় এরকম বৃষ্টি হয়েছিল। তবে এই ধরনের বৃষ্টি সর্বত্র হয় না। সেই জন্য সামগ্রিক ভাবে তাপমাত্রাও কমে না। শুক্রবারও কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই ছিল। চড়া ছিল আপেক্ষিক আর্দ্রতাও। গত প্রায় দু’সপ্তাহ ধরে কলকাতার সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। এর জন্য বৃষ্টি কমে গেলেই গরম লাগছে। আর দেশের সর্বত্রই কিছুটা হলেও শক্তি হারিয়েছে বর্ষারেখা। তার জন্য গোটা দেশের কোথাও সেভাবে ভারী বৃষ্টি হচ্ছে না। সর্বত্র গরম বাড়ছে। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে দেশের বৃষ্টি ঘাটতি কিছুটা হলেও কমেছে।
অন্য দিকে এতদিন বৃষ্টি বেশি হওয়ার পক্ষে সওয়াল করে আসা কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের সংস্থা স্কাইমেটও বলছে বর্ষার গতি কমবে। কয়েকটি জায়গায় বর্ষারেখার প্রভাবে বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেখান থেকে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর বঙ্গোপসাগরের যেখানে ঘূর্ণাবর্তের অবস্থান সেখান থেকে যদি নিম্নচাপ তৈরি হয় তা হলে কিন্তু তার সম্ভাব্য গতিপথ অবশ্যই এ রাজ্য এবং ওড়িশা। নিম্নচাপ তৈরি হলে বোঝা যাবে তার শক্তি। আবহাওয়াবিদরা সেই সম্ভাবনা খতিয়ে দেখছেন। কারণ এই বর্ষার মরশুমেই ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ