[english_date]

বৃষ্টি আইনে ৭৫ রানে হারলো বাংলাদেশ ‘এ’ দল

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ভারতের কাছে বৃষ্টি আইনে ৭৫ রানে হারলো বাংলাদেশ ‘এ’ দল। 

আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯৭ রান করে ভারত। জবাবে বৃষ্টির কারণে ৩২ ওভারে মুমিনুলদের টার্গেট দাঁড়ায় ২১৭ রান। কিন্তু স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ এ দল। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো স্বাগতিকরা।

রোববার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ৫ রানে ওপেনার মায়াঙ্ক আগাওয়ালকে আউট করেন শফিউল। এরপর দলীয় ৮৭ রানে অধিনায়ক উন্মুখ চাঁদকে ফিরিয়ে দেন আরাফাত সানি। কিন্তু এরপরই অতিথি বোলারদের চাপে রেখে ব্যাট করতে থাকেন স্যামসন ও সুরেশ রায়না। দু’জনে তৃতীয় উইকেটে যোগ করেন ১১৬ রান। ৯০ রান করা স্যামসনকে আউট করেন আল আমিন। শেষ পর্যন্ত রায়নার ১০৪ রানের সুবাদে ২৯৭ রানের পুঁজি পায় স্বাগতিকরা। 

জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দ্রুত আউট হয়ে যান সৌম্য, বিজয় ও রনি। এরপর অধিনায়ক মুমিনুল ৩৭ ও লিটন ২১ রানে প্যাভিলিয়নে ফিরে যান। তবে বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকায়, নাসিরদের টার্গেট দাড়ায় ৩২ ওভারে ২১৭ রান। কিন্তু ৪১ রান করা সাব্বির লড়াই চালিয়ে গেলেও, দলের হার এড়াতে পারেনি বাংলাদেশ ‘এ’।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ