৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বৃষ্টির কারণে গরম কমলেও নভেম্বর পর্যন্ত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশিই থাকবে।

আবহাওয়ার বৈরী আচরণে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রা কমার প্রতীক্ষা সবার। কিন্তু চলতি মাসে গরম কমার তেমন কোনো সম্ভাবনা নেই। মাঝে মাঝে হালকা বৃষ্টির কারণে গরম কমলেও নভেম্বর পর্যন্ত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশিই থাকবে। এ সময়ের মধ্যে ২ থেকে ৩টি নিম্নচাপসহ বড় ধরনের একটি ঘূর্ণিঝড় হওয়ারও আশঙ্কা রয়েছে। বাংলাদেশের আবহাওয়ার চরিত্র অনুযায়ী শহরে না হলেও গ্রামে হালকা শীত অনুভূত হওয়ার কথা।
সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও দিনের আলো বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়তে থাকে। দুপুরের দিকে গনগনে সূর্যের আলো যেন ঝলসে দিচ্ছে সারাদেশ। বিকেলের পর গরম কিছুটা কম মনে হলেও রাতে আবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আবহাওয়ার এ বৈরী আচরণে অতিষ্ঠ জনজীবন।
আবহাওয়া অধিদফতরের পরিচালক শাহ আলম বলেন, এ মাসের ৫-৬ তারিখের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমবে। নভেম্বর পর্যন্ত আবহাওয়া প্রায় একই রকম থাকার সম্ভাবনা আছে। তবে গত কয়েক বছরের তুলনায় চলতি বছর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশিই থাকবে। তিনি বলেন, আগামী এক মাসে নিম্নচাপ হতে পারে। তবে ঘূর্ণিঝড় হবে কি-না তা এখনই বলা সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আকু ওয়েদার (যারা বিশ্বজুড়ে আবহাওয়া বার্তা প্রচার করে) জানিয়েছে, অক্টোবরজুড়ে একই রকম আবহাওয়া থাকবে। তবে মাসের শেষদিকে কুয়াশা পড়তে শুরু করবে। এ সময় মধ্যরাত থেকেই কুয়াশা পড়বে। কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও সৈয়দপুরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চট্টগ্রামে ৩৩, রাজশাহীতে ৩৬, রংপুরে ৩৪ দশমিক ৬, খুলনায় ৩৫ দশমিক ৫ এবং বরিশালে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বর্তমানে মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাংশে মোটামুটি সক্রিয়, অন্য এলাকায় কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় আছে। এই মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ  বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ