রূপে-গুণে পৃথিবীতে যে কয়েকজন অনন্যা আছেন তার মধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন অতুলনীয়া। তার বরতমান বয়স ৪২। তাহলে কি তাকে বুড়ি বলা যাই? কিন্তু সেলুলয়েডে এখনো সমানভাবে মুগ্ধ করে থাকেন দর্শকদের। আর সেই নায়িকাকে ‘বুড়ি’ বলে সম্বোধন করেছেন এক ভক্ত!সাবেক এই মিস ওয়ার্ল্ড নতুন দিল্লির লালকেল্লাতে তার পরবর্তী ছবি ‘সরবজিত’ এর শুটিং করছিলেন। সেখানেই এই ঘটনা ঘটে।ছবিতে সরবজিত সিং এর বোন দলবীর কৌরের চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়াকে, যে পাকিস্তানের জেল থেকে ভাইকে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা করে।

ঐশ্বরিয়া
এক খবরে বলা হয়েছে, ঐশ্বরিয়া শুটিং করছেন জানতে পেরে তার বহু ভক্ত এসে জড়ো হন লালকেল্লাতে। কিন্তু শেষমেশ তাকে দেখে বেশ হতাশ হন উপস্থিত জনতা। কারণ সাদা চুল‚ কুঁচকে যাওয়া চামড়া আর মোটা ফ্রেমের চশমা চোখে একেবারেই অন্যরকম লাগছিল তাকে। তখনই একজন ভিড়ের মধ্যে থেকে বলে ওঠেন ‘আরে, ঐশ্বর্য এমন বুড়ি হয়ে গেছে কেন?’এতে ঐশ্বরিয়া রেগে আগুণ! না না তেমন কিছুই হয় নি। কিন্তু তিনি তা প্রশংসা হিসেবেই নিয়েছেন। কারণ, সব অভিনেতারাই চান, নিজের চরিত্রের সঙ্গে মিশে যেতে।ওই মন্তব্য শুনে মেক আপ আর্টিস্টকে সবার সামনে প্রশংসাও করেছেন ঐশ্বরিয়া, তাকে একজন মধ্যবয়সী মহিলার রূপ দেওয়ার জন্য।‘সরবজিত’ মে মাসের ১৯ তারিখ মুক্তি পাবে। উমঙ্গ কুমার পরিচালিত এই ছবিতে সরবজিতের চরিত্রে দেখা যাবে রণদীপ হুদাকে। এছাড়াও রীচা চাড্ডা এবং দর্শন কুমারকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।দেখা যাক তাহলে আমাদের বুড়ি ঐশ্বরিয়া আমাদের জন্য কি নিয়ে আসছে?