১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বুলেটের থেকেও দ্রুত উড়তে সক্ষম হাইপারসনিক জেট

সামরিক ক্ষেত্রে বিপ্লব আনতে চলেছে যুক্তরাষ্ট্র। শব্দের পাঁচগুণ গতি বা এককথায় বুলেটের থেকেও দ্রুত উড়তে সক্ষম এমনই এক হাইপারসনিক জেট তৈরি করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
স্থানীয় সংবাদসংস্থা সূত্রে খবর, ২০২৩ সাল নাগাদ ওই চালকবিহীন পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমানটি পরীক্ষামূলক উড়ানের জন্য তৈরি হবে। জানা গিয়েছে, ২০১৩ সালে হওয়া পরীক্ষামূলক হাইপারসনিক যুদ্ধবিমান ‘এক্স-৫১এ ওয়েভরাইডার’-এর মডেলের ওপর ভিত্তি করেই তৈরি করা হবে— যা বুলেটের থেকেও দ্রুতগতিতে যাবে বলে আশা বিজ্ঞানীদের।
খবরে প্রকাশ, দুবছর আগের সেই পরীক্ষায় ওয়েভরাইডার ওড়ার ৬ মিনিটের মধ্যেই ম্যাক ৫.১ (ম্যাক হল শব্দের গতি)গতি তুলেছিল। অর্থাৎ শব্দের ৫ গুণ গতি তুলতে সমর্থ হয়েছিল ওই বিমান। পূর্ব-পরিকল্পনা অনুসারে, পরে সেটিকে প্রশান্ত মহাসাগরের ওপর ধ্বংস করে দেওয়া হয়।
এখন সেই প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে নতুন বিমানটি তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। এমনটাই আশা-প্রকাশ করেছেন মার্কিন বায়ুসেনার মুখ্য ইঞ্জিনিয়ার মিকা এন্ডস্লে। এত উচ্চগতিসম্পন্ন বিমানের কাঠামো কেমন হবে, এখন সেই নিয়ে গবেষণা করছে মার্কিন বায়ুসেনা ও সেদেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা, সংক্ষেপে ডার্পা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ