নদীতে মিলল সোনার কণা। আর সেই সোনা কুড়াতেই হুমড়ি খেয়ে পড়েছেন মানুষেরা। দক্ষিণ-পূর্ব ইউরোপীয় দেশ বুলগেরিয়ার নদীতেই মিলেছে সোনার কণা। বুধবার সংবাদসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। গত আগস্টে বুলগেরিয়ার সরকারও এমনই এক তথ্য প্রকাশ করেছিল। সেই সময় বুলগেরিয়া সরকার জানায়, বুলগেরিয়ার প্রায় সব নদীতেই রয়েছে সোনার কণা।
বুলগেরিয়ায় নদীতে থাকা এই সোনার কণা প্রাচীন থ্রেশানদের তৈরি করা অলংকারের গুড়ো বলে মনে করা হয়। বুলগেরিয়ায় কাঁকর-নুড়ি থেকে সোনার কণা পৃথক করার কাজে জড়িত ব্যক্তিদের সংগঠনের প্রধান কিরিল স্তামেনভের কথায়, “এই নদীতে সব সময়ই সোনা ছিল। আজকের বুলগেরিয়া একসময় থ্রেশান সভ্যতার অধীনে ছিল বলে এতে সোনা মিলছে, বিষয়টি এমন নয়।”
সোনার টান এমন যে নারী-পুরুষ সকলেই নদীতে নেমে পড়েছেন। নদী থেকে নুড়ি-পাথর ও সোনা আলাদা করার কাজ করেন এমন এক ব্যক্তির কথায়, “আমি গত দু’বছর ধরে এই কাজ করছি। সোনার আকর্ষণেই আমরা কাজ করি।” সেদেশের সরকারও বহু মানুষকে এই কাজে নিয়োগ করেছে।