১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বুবলীকে নিয়ে এত ষড়যন্ত্র কেন – জায়েদ খান

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। তার চাল-চলন, সাক্ষাৎকার সব কিছু নিয়েই তিনি শোবিজের আলোচিত নায়ক। জনপ্রিয়তাও কম নয়। এবার কথা বললেন বুবলী ও শাকিব খানকে নিয়ে।

 

সম্প্রতি একটি তারকা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই নায়ক। সেখানে তিনি বুবলীকে নিয়ে বলেন। ‘বুবলীকে নিয়ে এতো আলোচনা কেন সবসময়। এতো ষড়যন্ত্রের শিকার হওয়ার বিষয়টিও আমি বুঝি না।’

 

 

এই নায়ক আরও বলেন, ‘ আমার সঙ্গে বুবলীর তেমন আলাপ নেই। তাই উনার সম্পর্কে ততটা জানিও না। তবে সে প্রায়ই দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়। আমার খুব জানার ইচ্ছা, তাকে নিয়ে কেন এতো ষড়যন্ত্র হয়।’

একই অনুষ্ঠানে শাকিব খানকে নিয়েও মন্তব্য করেন জায়েদ খান, তিনি বলেন, ‘আমরা দুজনই নায়ক তবে শাকিব আমার থেকে কম শিক্ষিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। শাকিব খান এতো শিক্ষিত নন।’

জায়েদ খান আরও বলেন, ‘শাকিব খানের মতো নায়ক বাংলাদেশে নেই, সে আমার চেয়ে খুব ভালো অভিনেতা।’

এবার নিজেকে নিয়েও পরিষ্কার বলেন অভিনেতা, ‘সমালোচনা আমার কাছে ভালোই লাগে। কখনো মন খারাপ হয় না। আমার মনে হয় সমালোচনাকারী না থাকলে জনপ্রিয়তা পাওয়া যায় না।’

জায়েদ ২০১৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ২০২২ সালের নির্বাচনে তাকে সাধারণ সম্পাদক হিসেবে প্রথমে ঘোষণা করা হলেও পরবর্তীতে ফলাফল ঘোষণার কয়েকদিন তার প্রার্থীতা বাতিল হয়ে যাওয়ায় নিপুণ আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ