[english_date]

বীরগঞ্জে স্ত্রীকে কুপিয়ে স্বামী পলাতক

বীরগঞ্জে স্ত্রীকে কুপিয়ে স্বামী পলাতক

দিনাজপুরের বীরগঞ্জে নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করেছে পাষণ্ড স্বামী।

তার নাম মোছা. বুলবুলি খাতুন (৩২) ।বুলবুলি খাতুন উপজেলার শতগ্রাম ইউনিয়নের শতগ্রাম এলাকার মো. নুরুল ইসলামের মেয়ে।

জানা যায় ঘটনার পর থেকে স্বামী মো. রিপন ইসলাম (৪২) পলাতক রয়েছেন। রোববার রাত ৩টায় শতগ্রামে এ ঘটনা ঘটে।

আহত বুলবুলির বাবা মো. নুরুল ইসলাম জানান, প্রায় ১২ বছর আগে ঢাকায় গার্মেন্টেসে কাজ করতে গিয়ে বরিশালের মো. রিপন ইসলামকে ভালবেসে বিয়ে করে বুলবুলি। বিয়ের পর থেকে মেয়ে-জামাই আমার কাছে থাকে। বেশ কিছু ধরে কারণে অকারণে তাদের সংসারে ঝগড়া বিবাদ লেগেই আছে।

তিনি আক্ষেপের সাথে বলেন, রোববার রাত আনুমানিক ৩ টায় বুলবুলির হাত-পা বেঁধে মুখ টেপ দিয়ে বন্ধ করার পর এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে পালিয়ে যায় রিপন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে ভর্তি করা হয়।

শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূ এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ